পুণ্ড্র ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের আয়োজনে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় সফ্টওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড হায়ার স্টাডি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারের মুলবক্তা ছিলেন হেলসিংকি, ফিনল্যান্ড অধিবাসী বিশিষ্ট প্রোগ্রামার ও হায়ার স্টাডি বিষয়ক এক্সপার্ট মোঃ আনিসুল ইসলাম। সেমিনারটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রেজিস্টার ড. এস. জে. আনোয়ার জাহিদ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান মোঃ পলাশ তাই এর সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের শিক্ষার্থী খাদিজা ইসলাম জুথী এবং আশাদুজ্জামান আসাদ। সেমিনারে উচ্চতর শিক্ষা, কম্পিউটার প্রোগ্রামিং ইত্যাদি বিষয়ে কি-নোট স্পিকার বিস্তারিত আলোচনা করেন। উন্মুক্ত আলোচনা পর্বে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করে উচ্চতর শিক্ষা ও প্রোগ্রামিং এর খুঁটিনাটি বিষয় জেনে নেয়।
- November 29, 2024
- PUB